Thursday 30 October 2014

***যাও পাখি বল তারে – কৃষ্ণ কলি (মনপুরা)***

সোনারও পালঙ্ক ঘরে
লিখে রেখেছিলেম দ্বারে
যাও পাখি বল তারে
সে যেন ভোলেনা মোরে

সুখে থেকো ভালো থেকো
মনে রেখ এই আমারে
বুকের ভেতর নোনা ব্যাথা
চোখে আমার ঝরে কথা

এপার ওপার তোলপাড় একা
বুকের ভেতর নোনা ব্যাথা
চোখে আমার ঝরে কথা
এপার ওপার তোলপাড় একা

যাও পাখি বল তারে
সে যেন ভোলেনা মোরে
সুখে থেক ভালো থেকো
মনে রেখ এই আমারে

মেঘের উপর আকাশ ওড়ে
নদীর ওপার পাখির বাসা
মনের বন্ধু বড় আশা

যাও পাখি যা রে উড়ে
তারে কইয়ো আমার হয়ে
চোখ জ্বলে যায় দেখব তারে
মন চলে যায় অদূর দূরে

যাও পাখি বল তারে
সে যেন ভোলেনা মোরে
সুখে থেক ভালো থেক
মনে রেখ এই আমারে
*****************

Wednesday 29 October 2014

***আমি তোমার কাছে - অরিজিৎ সিং***

আমি তোমার কাছে - অরিজিৎ সিং
আমি তোমার কাছেই রাখব
আজ মনের কথা হাজার
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার
তুমি বৃষ্টি হয়ে নামলে
তুমি বৃষ্টি হয়ে নামলে
আর কমলো চিন্তা আমার....
আমি তোমার কাছেই রাখব
আজ মনের কথা হাজার
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার
হাল্কা হাওয়ার মতন
চাইছি এ সো এখন
করছে তোমায় দেখে
অল্প বেইমানি মন
বান্ধবো তোমার সাথে
আমি আমার জীবন
আমি তোমার কাছেই রাখব
আজ মনের কথা হাজার
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার
ওওও.. হু.. ও ও ও...
চাইলে আসকারা পাক
বেছে থাকার কারণ
আজকে হাতছাড়া যাক
হুমমম ব্যাস্ততার বারন
লিখব তোমার হাতে
আমি আমার মরন
আমি তোমার কাছেই রাখব
আজ মনের কথা হাজার
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার
তুমি বৃষ্টি হয়ে নামলে
তুমি বৃষ্টি হয়ে নামলে
আর কমলো চিন্তা আমার....
********************

Saturday 25 October 2014

***ত্রিশ বছর (হায়দার হোসেন)*****

..................
কি দেখার কথা কি দেখছি ?
কি শোনার কথা কি শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি ?
কি বলার কথা কি বলছি ?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।
স্বাধীনতা কি বৈশাখী মেলা , পান্তা ইলিশ খাওয়া ?
স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া ?
স্বাধীনতা কি বুদ্ধিজীবির বক্তৃতা সেমিনার?
স্বাধীনতা কি শহীদ বেদিতে পুষ্পের সমাহার?
স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতা ?
স্বাধীনতা কি আজ বন্দী আনুষ্ঠানিকতা ? ..।।
স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি?
স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নর - নারী?
স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্র্যান্ড ফ্যাশন শো ?
স্বাধীনতা কি দুখিনী নারীর জড়া - জীর্ণ বস্ত্র ?
স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা ?
স্বাধীনতা কি অন্যের
খোঁজে কিশোরী প্রমোদবালা ?. .।।
স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণদন্ড?
স্বাধীনতা কি পানির ট্যাংকে গলিত লাশের গন্ধ?
স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ?
স্বাধীনতা কি ক্ষমতা হরণে চলে বন্দুক যুদ্ধ?
স্বাধীনতা কি সন্ত্রাসী হাতে মারনাস্ত্রের গর্জন?
স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন?...।।
আজ নেই বর্গী নেই ইংরেজ নেই পাকিস্তানী হানাদার,
আজ তবু কেন আমার মনে শুন্যতা আর হাহা কার।
আজ তবু কি লাখো শহীদের রক্ত যাবে বৃথা,
আজ তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতি কথা। 
--------------------------------------------------
--------------------------------------------------

*****আধারে এসেছি আমি*****

আধারে এসেছি আমি
আধারে যেতে চাই ,
তোরা কেন পিছু পিছু-পিছু
আমাকে ডাকিস ভাই ।

আমি তো ভিখারীর বেশে
ফিরেতেছি দেশে দেশে,
নাই বিদ্যা নাই বুদ্বি
গুণ তো কিছুই নাই ।

আলোতে লাগেনা ভালো
আধারে যে ভালোবাসি ,
আমি যে পাগল প্রাণে
কভূ কাদি কভূ হাসি ।

চাইনে ঐশ্বর্য বাতি
চাইনে যশের খ্যতি ,
আমি যে আমারি ভাবে
মুগ্ধ আছি দিবানিশি ।

অনাদর অভঙ্গায়
সদাতুষ্ট মন প্রাণ ,
সংসার বিরাগী আমি
আমার কিসের মান ।

চাইনে আদর স্নেহ
চাইনে সুখের গৃহ ,
ফলমুল খাদ্য মোর
তরুতলে বাসস্থান ।

কে তোরা ডাকিস মোরে
আয় দেখি কাছে আয় ,
কি চাস আমার কাছে
আমি যে ভিখারী হায় ।

আছে শুধু অশ্রুজল
তোরা কি তা নিবি হায় ।

শোকে তাপে এ হ্রদয়
হয়ে গেছে ঘোর কালো ,
আধারে থাকিতে চাই
ভালো যে বাসিনা আলো ।

আমি যে পাগল কবি
দীণতার পূর্ণ ছবি ,
সবাই করে দূর দূর
তোরা কি বাসিস ভালো ???

নিবেদন - কায়কোবাদ

Friday 24 October 2014

****আমি বাংলাদেশ****

কি করেছে তোমার বাবা
কি করেছে স্বামী ?
গল্পও সে সব তোমার চেয়ে, 
কম জানি না আমি।
তোমার যত কীর্তিকলাপ সেও তো আছে জানা,
ইচ্ছে করে মুখ খুলিনা,
বলতে অসব মানা!
স্বামী বাবার নাম ভাঙ্গিয়ে আর কতকাল খাবে?
এবার ওদের ঘুমতে দাও আত্মা শান্তি পাবে,
তাদের প্রতি আমার সকল শ্রদ্ধা রেখে বলি,
খুব বেশিদিন আমার চোখে যায়না দেওয়া ধুলি..
আমার মাথাইয় কাঁঠাল ভেঙ্গে খাওয়ার দিন তো শেষ
নাম আমার জনগন..
আমি বাংলাদেশ!! (ঐ)
বৃক্ষের নাম দিয়ে কি ফল এ পরিচয়?
রাজা রা মিছেই কেবল কথার খৈ ফুটো..
কেবল ঈ নিজের গীতেও বিভোর হয়ে রয়ে..
দেবতা ফেরেস্তা শব -
ভুল কি তাদের হয়?
অপরের নিন্দা করেই ভাঙলে কেবল গলা..
নির্বাচনের আগায় তোমার শতেক চলাকলা..
কখন শান্তি-প্রীতি -কখন বিক্ষোভও,
আসলে তো জানি সবই সিংহাসনের লোভ
আমায় দেখে ভাবছ বুঝি বুদ্ধু বকা সোজা?
সময়ে টের পাবে সব আসলে কে রাজা!!
আমার মাথাইয় কাঁঠাল ভেঙ্গে খাওয়ার দিন তো শেষ
নাম আমার জনগন..
আমি বাংলাদেশ!! (ঐ)
তোমার ঐ মনটা বড়
বদধ্য বেশি ভুল
তোমার ঐ ইশতেহারে কি কি জেন ছিল?
যদি দেখি হাতের আঙ্গুল ভুলে তাদের কাজ-
দিনে দিনে ফুলে ফেপে হচ্ছে কলাগাছ..!
যদিও তোমার চোখের চশমাটা রঙ্গিন..
চোরদের দশ দিন আর গেরস্থের এক দিন
নেতাদের দশ দিন আর আমাদের এক দিন।
আমাকে রাখলে খুশি মাথায় তুলে রাখি..
নরম নরম গদির পরেও বসতে তোমায় দ্যাকি
ধাপ্পাবাজি তের পেলে ঠিক পালতে দেব মন
শোনা দিয়ে মুড়লে লাভ হবে না তখন!!

*******বোঝেনা সে বোঝেনা*********


বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে,
কেন সন্ধ্যে সন্ধ্যে নামলে সে পালায়,
তাকে আটকে রাখার চেষ্টা, আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা,
আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায় |
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা........২|
বোঝেনা বোঝেনা বোঝেনা |

পায় স্বপ্ন স্বপ্ন লগ্নে, তার অন্য অন্য ডাকনাম,
তাকে নিত্যনতুন যত্নে কে সাজায়,
সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি
আর হাঁটছি যেদিকে আমার দু-চোখ যায় |

বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা........২|
বোঝেনা বোঝেনা বোঝেনা |

আজ সব সত্যি মিথ্যে,দিন বলছে যেতে যেতে,
মন গুমরে গুমরে মরছে কি উপায়,
জানি স্বপ্ন সত্যি হয় না, তবু মন মানতে চায় না,
কেন এমন রাত্রি নামছে জানলায় |
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা |
বোঝেনা বোঝেনা বোঝেনা |

এটা গল্প হলেও পারতো, পাতা একটা আধটা পড়তাম,
খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে,
জানি আবার আসবে কালকে, নিয়ে পালকি পালকি ভাবনা,
ফের চলে যাবে করে একলা আমাকে |
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা |
বোঝেনা বোঝেনা বোঝেনা |

বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা......২|
বোঝেনা বোঝেনা বোঝেনা |

বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা........২|
বোঝেনা বোঝেনা বোঝেনা |
********************

***বন্ধু তোমার - কৃষ্ণকলি***

বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে
বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তালোকের ছায়া
বন্ধু তোমার নাকের ভাজে চিন্তা নামের কায়া
বন্ধু আমার মন ভাল নেই
তোমার কি মন ভালো
বন্ধু তুমি একটু হাসো
একটু কথা বলো
বন্ধু আমার বন্ধু তুমি
বন্ধু মোরা ক’ জন
তবুও বন্ধু…… মন হলো না আপন ।।
বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যথা
বন্ধু তুমি অমন করে যেও না আর একা
বন্ধু এসো স্বপ্ন আকি চারটা দেয়াল জুড়ে
বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে
বন্ধু এসো জল এ ভাসি
বুক ভাসানোর সুখে
বন্ধু তোমার বন্ধু আমি
বন্ধু মোরা ক’ জন
তবুও বন্ধু….. ভাসি নাকো
আঁকি নাকো স্বপন ।।
***********