Sunday 12 June 2022

কোন এক বাদলা দিনে

 কোন এক বাদলা দিনে

"হুসাইন নুর"


কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হবো
রাজি তুই থাকলে পরে প্রনয়ের কথা কবো
কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হবো
রাজি তুই থাকলে পরে প্রনয়ের কথা কবো
রাজি তুই থাকলে পরে প্রনয়ের কথা কবো

রিমঝিম বৃষ্টি ফুটায় দৃষ্টি রাখবো ধরে
কাজলে লেপটে যাবো দুচোখের মিষ্টি ঘোরে
রিমঝিম বৃষ্টি ফুটায় বৃষ্টি রাখবো ধরে
কাজলে লেপটে যাবো দুচোখের মিষ্টি ঘোরে
তুই যদি হোসরে আমার.....
তুই যদি হোসরে আমার আমি ঠিক তোরি হবো

রাজি তুই থাকলে পরে প্রনয়ের কথা কবো
রাজি তুই থাকলে পরে প্রনয়ের কথা কবো

দমকা বাতাস এলে আগলে রাখবো ঠিকি
আমি তুই হাত মিলিয়ে হাটবো চারি দিকি
দমকা বাতাস এলে আগলে রাখবো ঠিকি
আমি তুই হাত মিলিয়ে হাটবো চারি দিকি
শ্রাবণের অঝোর ধারায়.....
শ্রাবণের অঝোর ধারায় আমি রোজ তোরি রবো

রাজি তুই থাকলে পরে প্রনয়ের কথা কবো
রাজি তুই থাকলে পরে প্রনয়ের কথা কবো

আকাশের ধূম্রকালোয় যদি হাড়িয়ে যাস
জোড়া চোখ দেখিস খুলে আছি ঠিক তোরি পাশ
আকাশের ধূম্রকালোয় যদি হাড়িয়ে যাস
জোড়া চোখ দেখিস খুলে আছি ঠিক তোরি পাশ
মেঘেদের ভেলায় চড়ে.....
মেঘেদের ভেলায় চড়ে আমি তোর সাথেই যাবো