Wednesday 23 December 2015

ভালো থেকো

কণ্ঠঃ মিফতাহ জামান
অ্যালবামঃ আদরের শুকতারা
ভীষন আধারে ঘুম আসেনা তোমার
বেলকনির আলো জ্বেলে রেখো
মন ভুলে দরজাটা খোলা আছে কিনা
একটু খেয়াল করে দেখো
জানি মাঝরাতে পাবে পিপাসা তোমার
মাথার পাশে জল রেখো
পারবোনা ছুতে, শুধু স্বপ্নে এসে
বলব তুমি ভালো থেকো
তোমার কপালের যত কালো টিপ
জমিয়ে রেখেছি, দেখো ডায়েরী খুলে
ধুলো পড়া উপহার সে 'গীতবিতান'
যতন করে, মুছে রেখো তুলে
ছেড়োনা গানের চর্চা তুমি
পিয়ানোটা ভালো করে শেখো
পারবোনা ছুতে, শুধু স্বপ্নে এসে
বলব তুমি ভালো থেকো
কেউ না জানুক, শুধু আমিতো জানি
ওষুধটা খেতে ভুলে যাবে যে রাতে
চশমাটা মনে করে সাথেই রেখো
সাবধানে থেকো রাস্তা পেরোতে
মুছোনা চোখের কাজল তুমি
চুলগুলো বেণী করে রেখো
মেহেদী রাঙা সে হাতের ছোঁয়ায়
ফ্রেমে বাঁধা ছবিটাকে দেখো
পারবোনা ছুতে, শুধু স্বপ্নে এসে
বলব তুমি ভালো থেকো