Wednesday 23 December 2015

ভালো থেকো

কণ্ঠঃ মিফতাহ জামান
অ্যালবামঃ আদরের শুকতারা
ভীষন আধারে ঘুম আসেনা তোমার
বেলকনির আলো জ্বেলে রেখো
মন ভুলে দরজাটা খোলা আছে কিনা
একটু খেয়াল করে দেখো
জানি মাঝরাতে পাবে পিপাসা তোমার
মাথার পাশে জল রেখো
পারবোনা ছুতে, শুধু স্বপ্নে এসে
বলব তুমি ভালো থেকো
তোমার কপালের যত কালো টিপ
জমিয়ে রেখেছি, দেখো ডায়েরী খুলে
ধুলো পড়া উপহার সে 'গীতবিতান'
যতন করে, মুছে রেখো তুলে
ছেড়োনা গানের চর্চা তুমি
পিয়ানোটা ভালো করে শেখো
পারবোনা ছুতে, শুধু স্বপ্নে এসে
বলব তুমি ভালো থেকো
কেউ না জানুক, শুধু আমিতো জানি
ওষুধটা খেতে ভুলে যাবে যে রাতে
চশমাটা মনে করে সাথেই রেখো
সাবধানে থেকো রাস্তা পেরোতে
মুছোনা চোখের কাজল তুমি
চুলগুলো বেণী করে রেখো
মেহেদী রাঙা সে হাতের ছোঁয়ায়
ফ্রেমে বাঁধা ছবিটাকে দেখো
পারবোনা ছুতে, শুধু স্বপ্নে এসে
বলব তুমি ভালো থেকো

Thursday 5 November 2015

Old school

গানের কথাঃ আহসানুস সাকিব

চাঁদমামা আজ বড্ড একা
বড় হয়েছি আমি
রোজ রাতে আর হয়না কথা
হয়না নেওয়া হামি
রোজ রাতে আর চাঁদের বুড়ি
কাটেনা চরকা রোজ
ও বুড়িতুই আছিস কেমন
হয়না নেওয়া খোঁজ

কোথায় গেলো সে রুপকথার রাত
হাজার গল্প শোনারাজার কুমার
কোটাল কুমারপঙ্খীরাজ
সে ঘোড়া
কেড়ে নিলো কে সে আজব সময়
আমার কাজলা দিদি



কে রে তুই, কোন দৈত্যদানো
সব যে কেড়ে নিলি
কেরে তুই, কেরে তুই
সব সহজ শৈশবকে
বদলে দিলি
কিছু যান্ত্রিক বর্জ্যে
তুই, কে রে তুই
যত বিষাক্ত প্রলোভনে
আমায় ঠেলে দিলি
কোনো এক ভুল স্রোতে………………

আলাদিন আর জাদুর জ্বীনি
আমায় ডাকছে শোনো
ব্যস্ত আমি ভীষণ রকম
সময় তো নেই কোনো

আলীবাবার দরজা খোলা
চল্লিশ চোর এলে

সিন্দাবাদটা একলা বসে
আছে সাগর তীরে



সময়টা আজ কেমন যেন
বড় হয়ে গেছি আমি
তারাগুলো আজও মেঘের আড়াল
কোথায় গিয়ে নামি
কেড়ে নিলো কে সেই আজব সময়………… কে রে তুই?


Sunday 18 October 2015

জানি একদিন চলে যাব


জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে,
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে...
ফিরব না কোনদিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময়ে,এই পৃথিবীতে
একদিন চলে যাব...

জানি একদিন, ভুলে যাবে সবাই
আমায় আমার স্মৃতি মুছে যাবে ধরাই
জানি একদিন, এক মুহূর্ত
আরও মনে পড়বে না, আমার কথা
ফিরব না কোনদিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময়ে,এই পৃথিবীতে
একদিন চলে যাব...


জানি একদিন, দূর থেকে
দেখব সবার এই ভুলে যাওয়া
জানি একদিন, চোখ থেকে
পড়বে শুধু অশ্রুই ধারা
ফিরব না কোনদিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময়ে,এই পৃথিবীতে
একদিন চলে যাব...
জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে,
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে...
ফিরব না কোনদিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময়ে,এই পৃথিবীতে
একদিন চলে যাব...
জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে,
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে.

Monday 7 September 2015

আমি তার ছলনায় ভুলবো না

আমি তার ছলনায় ভুলবো না,
কাজ নেই আর আমার ভালবেসে
চোখে জল নিয়ে দিন গুনবো না,
কাজ নেই আর আমার ভালবেসে
পোড়া মন জ্বালাতন করে যা করুক,
লোক লাজ ভয়ে টলবো না
ক্ষমা করো বলে সাধে যে সাধুক,
আমি মিষ্টি কথায় গলব না
অজুহাত কোনো আর শুনবো না,
কাজ নেই আর আমার ভালবেসে
ভেঙে যায় যদি মন কাঁচেরই মতন,
জোড়া দিলেও দাগ ঘুচবে না
কপালের যা লিখন থাকে আজীবন,
শত চেষ্টাতেও মুছবে না
সোজা পথ ছাড়া আর চলবো না,
কাজ নেই আর আমার ভালোবেসে

----২৮----১০-১৮

Thursday 27 August 2015

আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি একেছি

আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি একেছি
আমি রোদে পুড়ে,ঘুরে ঘুরে অনেক কেঁদেছি
আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামেনি
---------------------?
আমি বৃষ্টি দেখেছি
চারটে দেয়াল মানেই নয়তো ঘর
নিজের ঘরেও অনেক মানুষ পর
কখন কিসের টানে মানুষ
পায় যে খুঁজে বাঁচার মানে
ঝাপসা চোখে দেখা এই শহর
আমি অনেক ভেঙ্গেচুরেও আবার শুরু করেছি
আবার পাওয়ার আশায় ঘুরে মরেছি
আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করিনি
---------------------?
আমি বৃষ্টি দেখেছি
হারিয়ে গেছে তরতাজা সময়
হারিয়ে যেতে করেনি আমার ভয়
কখন কিসের টানে মানুষ
পায় যে খুঁজে বাঁচার মানে
ঝাপসা চোখে দেখা এই শহর
আমি অনেক স্রোতে বয়ে গিয়ে অনেক ঠকেছি
আমি আগুন থেকে ঠেকে শিখে অনেক পুড়েছি
আমি অনেক কষ্টে অনেক কিছুই দিতে শিখেছি
শুধু নিতে শিখিনি...!

Wednesday 12 August 2015

আমার নিজকে চিনা বাকি

আমার নিজকে চিনা বাকি,
বড় যন্ত্রনাতে থাকি,
খাঁচার ভিতর থাকে আমার
বাধন ছাড়া পাখি....

পাখি দেয় যে ভিষণ তাড়া,
না হয় করবে আমায় সাড়া,
বাধন দিবা শুনলে পাখি
করে ডাকা ডাকি...
আমার নিজকে চিনা বাকি
বড় যন্ত্রণা থাকি
খাঁচার ভিতর থাকে আমার
বাধন ছাড়া পাখি....

আমি ছিলাম বহু দূর
বসত ছিল অচিনপুর,
মালিক দিল বেধে আমায়
চলবে না চালাকী...।
আমার নিজকে চিনা বাকি
বড় যন্ত্রণা থাকি
খাঁচার ভিতর থাকে আমার
বাধন ছাড়া পাখি....


আমায় বানাইল কোন জন,
সেই যে সবচেয়ে আপন...
হইলে তাহার মর্জিদারী
বড়ই সুখে থাকি...!

Wednesday 24 June 2015

নারী-হায়দার হোসাইন

অপরুপ এই সৃষ্ট জগতে যা কিছু আছে সুন্দর,
তোমাকে দানিতে কৃপণতা করেনি আমার ঈশ্বর,
তোমাকে করেছে মহিমান্বিত দানিয়া তোমায় মায়ের রূপ,
তোমারি চরণে রয়েছে লুকায়ে পরকালের স্বর্গ সুখ...
হে নারী তুমি উঠো জাগিয়া, নিজের আসন লও বুঝিয়া, 
তোমারি জন্য সৃষ্ট সমাজ, তোমারি জন্য সমাজ অটুট,
সমাজ গড়ার কারিগর তুমি, তোমারি মুঠোয় বিশ্বসুখ!!
নারী কি কেবল প্রেয়সীর মন অনন্ত প্রেমে অবগাহন
নারী কি কেবল বোনের স্নেহ মায়ের মমতা চিরন্তন ..
এ যে তার সহজাত ভাব মহিমান্বিত নারী স্বরুপ
প্রেমের বলয়ে রেখেছে জড়ায়ে সংসার যত দুঃখ সুখ
ওহে নরাধ্ম বুঝবে কখন নারী জাতীর কোন সে আসন
শোষণ শাসনে বাধিয়া তাহার পৌরষে কর কালি লেপন
ধ্বিক তাদের’ই যারা দিয়াছে নারী কে আজ পণ্যরুপ
নারীর রুপের জৌলুস বেচিয়া দু’হাতে করছে অর্থ লূট
হে নারী তুমি উঠো জাগিয়া, নিজের আসন লও বুঝিয়া,
তোমারি জন্য সৃষ্ট সমাজ, তোমারি জন্য সমাজ অটুট,
সমাজ গড়ার কারিগর তুমি, তোমারি মুঠোয় বিশ্বসুখ!!
ওহে নারী তুমি দেখো তাকায়ে ইতিহাস করে সাক্ষ্য দান
নজরুল বলে কল্যাণ যত আধেক নারীর অবদান ।।
বিবি খাদিজা বিবি আয়েশা মহীয়সী কত মহৎপ্রাণ
জ্ঞ্যানের আলোয় উধভাসিত কর্ম করেছে মহীয়ান
কেমনে এগুবে দেশ ও জাতী আজও যদি থাকে সংশয়
সমাজ গড়ার কারিগর যদি চার দেওয়ালে বন্ধি রয়
নেপোলিয়ান তবে বলেছিল বটে উন্নয়নের চাবিকাঠি
উন্নত জাতী উপহার দেওয়ার দীক্ষিত মায়ের প্রতিশ্রুতি
হে নারী তুমি উঠো জাগিয়া, নিজের আসন লও বুঝিয়া,
তোমারি জন্য সৃষ্ট সমাজ, তোমারি জন্য সমাজ অটুট,
সমাজ গড়ার কারিগর তুমি, তোমারি মুঠোয় বিশ্বসুখ!!

Saturday 9 May 2015

মা জননী

মা জননী
মা যে আমার পূর্নিমা চাঁদ
সকল সুখের আলো,
মা যে আমার এই পৃথিবীর
সবার চেয়ে ভালো।।
দুঃখের দিনে কেউ যখনি
দেয়না আমায় দেখা,
মা জননী তখন আমায়
থাকতে না দেয় একা।।
ভাল খাবার খায়না নিজে
দেয় আমাকে খেতে,
খোদার হাতে সঁপে আমায়
বাইরে কোথাও যেতে।।
বাইরে গিয়ে ফিরতে ঘরে
দেরি যখন হয়
মা যে আমার রাত গভীরেও
একলা বসে রয়।।
মা গো আমি পারবনা শোধ
করতে তোমার ঋন,
আমায় ক্ষমা করো মা গো
রোজ হাশরের দিন।।

Friday 27 March 2015

মুক্তিযোদ্ধারা… কোথায় আছো লুকিয়ে

মুক্তিযোদ্ধারা… কোথায় আছো লুকিয়ে
কেন এত অভিমান,
মুক্তিসেনারা… তোমাদের চোখে নোনা জল
বড় বেশি বেমানান
ক্ষমা করো মোরে রাখতে পারিনি ধরে
তোমাদের সন্মান
ক্ষমা করো মোরে রাখতে পারিনি ধরে
তোমাদের সন্মান।
আমায় মুক্তি দাও
স্বস্তি দাও
নিঘিরিত এই দলাদলির করো অবসান,
আমায় মুক্তি দাও
স্বস্তি দাও
ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত এই প্রান।
আমরা সেই সে জাতি জয় করে ভয়ভীতি
আমার আমিকে করে নি:শেষ
বিধাতার অনুরাগে লক্ষ প্রানের ত্যাগে
ছিনিয়ে এনেছি বাংলাদেশ,
আমরা সেই সে জাতি জয় করে ভয়ভীতি
আমার আমিকে করে নি:শেষ
বিধাতার অনুরাগে লক্ষ প্রানের ত্যাগে
ছিনিয়ে এনেছি বাংলাদেশ।
তবে কি ম্লান সেই সৃতি
কোথায় সেই সম্প্রিতি
আজ কেন হানাহানি
হিংস্রতা দিবাযামি
একে অপরের যেন চক্ষুশুল।
মুক্তিযোদ্ধারা… কোথায় আছো লুকিয়ে
কেন এত অভিমান
মুক্তিসেনারা… তোমাদের চোখে নোনাজল
বড় বেশি বেমানান,
ক্ষমা করো মোরে রাখতে পারিনি ধরে
তোমাদের সন্মান
ক্ষমা করো মোরে রাখতে পারিনি ধরে
তোমাদের সন্মান।
আমায় মু্ক্তি দাও
স্বস্তি দাও
নিঘিরিত এই দলাদলির করো অবসান,
আমায় মুক্তি দাও
স্বস্তি দাও
ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত এই প্রান।
মন বলে বারে বারে
তোমরা আসবে ফিরে
শেখাবে দেশপ্রেম কারে কয়
কেমনে সাম্যডোরে
ভুলে গিয়ে আপনারে
দুষ্টের করবো পরাজয়,
মন বলে বারে বারে
তোমরা আসবে ফিরে
শেখাবে দেশপ্রেম কারে কয়
কেমনে সাম্যডোরে
ভুলে গিয়ে আপনারে
দুস্টের করবো পরাজয়।
একি বড় বেশি চাওয়া
না মানবোনা ফিরে যাওয়া
থেকো নাকো নিশ্চুপ
ফিরিয়ে নিও না মুখ
তোমাদের আগমনে ভাংগবে ভুল।
মু্ক্তিযুদ্ধারা… কোথায় আছো লুকিয়ে
কেন এত অভিমান
মুক্তিসেনারা… তোমাদের চোখে নোনাজল
বড় বেশি বেমানান
ক্ষমা করো মোরে
রাখতে পারিনি ধরে
তোমাদের সন্মান।
ক্ষমা করো মোরে
রাখতে পারিনি ধরে
তোমাদের সন্মান।
আমায় মুক্তি দাও স্বস্তি দাও
নিঘিরিত এই দলাদলির করো অবসান
আমায় মুক্তি দাও স্বস্তি দাও
ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত এই প্রান..।।
কথা ও সুর: হায়দার হোসেন