Friday 27 March 2015

মুক্তিযোদ্ধারা… কোথায় আছো লুকিয়ে

মুক্তিযোদ্ধারা… কোথায় আছো লুকিয়ে
কেন এত অভিমান,
মুক্তিসেনারা… তোমাদের চোখে নোনা জল
বড় বেশি বেমানান
ক্ষমা করো মোরে রাখতে পারিনি ধরে
তোমাদের সন্মান
ক্ষমা করো মোরে রাখতে পারিনি ধরে
তোমাদের সন্মান।
আমায় মুক্তি দাও
স্বস্তি দাও
নিঘিরিত এই দলাদলির করো অবসান,
আমায় মুক্তি দাও
স্বস্তি দাও
ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত এই প্রান।
আমরা সেই সে জাতি জয় করে ভয়ভীতি
আমার আমিকে করে নি:শেষ
বিধাতার অনুরাগে লক্ষ প্রানের ত্যাগে
ছিনিয়ে এনেছি বাংলাদেশ,
আমরা সেই সে জাতি জয় করে ভয়ভীতি
আমার আমিকে করে নি:শেষ
বিধাতার অনুরাগে লক্ষ প্রানের ত্যাগে
ছিনিয়ে এনেছি বাংলাদেশ।
তবে কি ম্লান সেই সৃতি
কোথায় সেই সম্প্রিতি
আজ কেন হানাহানি
হিংস্রতা দিবাযামি
একে অপরের যেন চক্ষুশুল।
মুক্তিযোদ্ধারা… কোথায় আছো লুকিয়ে
কেন এত অভিমান
মুক্তিসেনারা… তোমাদের চোখে নোনাজল
বড় বেশি বেমানান,
ক্ষমা করো মোরে রাখতে পারিনি ধরে
তোমাদের সন্মান
ক্ষমা করো মোরে রাখতে পারিনি ধরে
তোমাদের সন্মান।
আমায় মু্ক্তি দাও
স্বস্তি দাও
নিঘিরিত এই দলাদলির করো অবসান,
আমায় মুক্তি দাও
স্বস্তি দাও
ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত এই প্রান।
মন বলে বারে বারে
তোমরা আসবে ফিরে
শেখাবে দেশপ্রেম কারে কয়
কেমনে সাম্যডোরে
ভুলে গিয়ে আপনারে
দুষ্টের করবো পরাজয়,
মন বলে বারে বারে
তোমরা আসবে ফিরে
শেখাবে দেশপ্রেম কারে কয়
কেমনে সাম্যডোরে
ভুলে গিয়ে আপনারে
দুস্টের করবো পরাজয়।
একি বড় বেশি চাওয়া
না মানবোনা ফিরে যাওয়া
থেকো নাকো নিশ্চুপ
ফিরিয়ে নিও না মুখ
তোমাদের আগমনে ভাংগবে ভুল।
মু্ক্তিযুদ্ধারা… কোথায় আছো লুকিয়ে
কেন এত অভিমান
মুক্তিসেনারা… তোমাদের চোখে নোনাজল
বড় বেশি বেমানান
ক্ষমা করো মোরে
রাখতে পারিনি ধরে
তোমাদের সন্মান।
ক্ষমা করো মোরে
রাখতে পারিনি ধরে
তোমাদের সন্মান।
আমায় মুক্তি দাও স্বস্তি দাও
নিঘিরিত এই দলাদলির করো অবসান
আমায় মুক্তি দাও স্বস্তি দাও
ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত এই প্রান..।।
কথা ও সুর: হায়দার হোসেন