Thursday 20 November 2014

***** জানি তুমি আসবেনা ফিরে ******

জানি তুমি আসবেনা ফিরে 
বাসবেনা ভালো আমাকে 
জানি তুমি ভেঙেছ হৃদয় 
সেই আশাতে দুঃখ যে পেলাম।।
এ হৃদয়ের এতো কাছে 
ছিলে তুমি মনে কি পরে?
এ হৃদয়ের এতো কাছে 
ছিলে তুমি মনে কি পরে? 
মনে কি পরে?
জানি তুমি আসবেনা ফিরে 
বাসবেনা ভালো আমাকে 
জানি তুমি ভেঙেছ হৃদয় 
সেই আশাতে দুঃখ যে পেলাম।।
এ হৃদয়ের এতো কাছে 
ছিলে তুমি মনে কি পরে?
এ হৃদয়ের এতো কাছে 
ছিলে তুমি মনে কি পরে? 
মনে কি পরে?
কত আপন তুমি ছিলে 
কেনো আমাকে কাঁদালে?
জানিনা কি অভিমানে 
কেনো চলে গেলে?
কত আপন তুমি ছিলে 
কেনো আমাকে কাঁদালে?
জানিনা কি অভিমানে 
কেনো চলে গেলে?
এ হৃদয়ের এতো কাছে 
ছিলে তুমি মনে কি পরে?
এ হৃদয়ের এতো কাছে 
ছিলে তুমি মনে কি পরে? 
মনে কি পরে?
জানি তুমি আসবেনা ফিরে 
বাসবেনা ভালো আমাকে 
জানি তুমি ভেঙেছ হৃদয় 
সেই আশাতে দুঃখ যে পেলাম।।
এ হৃদয়ের এতো কাছে 
ছিলে তুমি মনে কি পরে?
এ হৃদয়ের এতো কাছে 
ছিলে তুমি মনে কি পরে? 
মনে কি পরে?

Saturday 8 November 2014

মেয়ে, তুমি এখনও আমায় বন্ধু ভাবো কি?

গানের নামঃ মেয়ে, তুমি এখনও আমায় বন্ধু ভাবো কি?
শিল্পিঃ তপু
মেয়ে, তুমি এখনও আমায় বন্ধু ভাবো কি?
কখনোও কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশী?
মেয়ে, তুমি এখনও আমায় বন্ধু ভাবো কি?
কখনোও কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশী?
নাকি ভেবে নেবো?
আজও তুমি আমায় চেনো নি?
ভালো লাগে না তোমায় একথা বলেছি বার বার,
তোমার মন ভেঙ্গে যাবে ভেবে এসেছিলাম আমি আবার।
সব - ই ছিলো ভালোবাসা, বুঝলে না বুঝলে না,
বুঝতে যদি দেখতে আমায় লাগছে অচেনা।
হাসছি আমি বলছি কথা, ভাবছো দেখি না তোমায়,
তুমি আমার হৃদয়ে আর দূর থেকে তাকিয়ে দেখাইয়।
ক্ষণিকের বন্ধুরা যখন আর থাকবেনা,
খুঁজে দেখো পাবে আমায়, আমি সেই চিরচেনা
তুমি আমি দিয়েছি পাড়ি দুজনে এপার ওপার,
সবই আমার স্বপ্ন আর সুখের ছবি কল্পনার।
জানি তুমি আমায় এখনো চিনতে পার নি,
ভালোবেসে ডাকবে যখন, আসবো তখনি।
মেয়ে তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি?
কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটু খানি বেশী?
মেয়ে তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি?
কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটু খানি বেশী?
নাকি ভেবে নেবো?
আজও তুমি আমায় চেনো নি?
english font
Meye, tumi ekhono amay Bondhu bhabo ki?
Kokhono ki amay bebhechile bondhur cheye ektu khani beshi?
Naki bhebe nebo ajo tumi amay chenoni?

Bhalolagena tomay e kotha bolechi bar bar bar
Tomar mon bhenge jabe bhebe heshe chilam ami abar
Shobi chilo bhalobasha bujhlena bujhlena
Bujhte jodi dekhte amai lagche ochena…..!
Hashchi ami bolchi kotha bhabcho dekhina tomay
Tumi amar hridoy ar dur theke takiye dekhai
Khoniker bondhura jokhon ar thakbena
Khuje dekho pabe amay ami shei chiro chena
Tumi ami diyechi pari dujone epar opar
Shobi amar shopno ar shukher chobi kolpona
Jani tumi amay ekhono chinte paroni…….!

Bhalobeshe dakbe jokhon ashbo tokhoni….!

Friday 7 November 2014

মাধবী লতা আমি

মাধবী লতা আমি
আমি কানন বালা
তোমার গানের সুর আমি
আমি গলার মালা
দীঘির জলের রোদ আমি
আমি সাঝের বেলা
মাধবী লতা আমি
আমি কানন বালা
তোমার গানের সুর আমি
আমি গোলার মালা
নীল আকাশের সুর্য আমি
আমি জোছনার আলো
তোমার সাধের প্রদীপ আমি
তাই আমায় বাসো ভালো
মাধবী লতা আমি
আমি কানন বালা
নদীর মাঝে ঢেউ আমি
আমি মাতাল হাওয়া
এক পলকে দেখা দিয়ে
মন করেছি উতালা
মাধবী লতা আমি
আমি কানন বালা
তোমার গানের সুর আমি
আমি গোলার মালা♪

Tuesday 4 November 2014

কেন আসে দিন তোকে চোখে হারাবার

কেন আসে দিন তোকে কাছে না পাওয়ার,
 কেন আসে দিন তোকে চোখে হারাবার
কি উপায়ে ফেরা যায় তোর স্বপ্ন তে আবার
ওরে মন উদাসী একা ফেলে পালালি কোথায়
ওরে পরবাসী ওরে বন্ধু আমার ফিরে আয় ।

হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে আজ সব, চলে গেছে ঢলে গেছে কালকের কলরব
কথা ছিলো সাথে তোর বলা হোলো শেষ না, খালি খালি চারিপাশ এ আমার দেশ না
কি উপায়ে ফেরা যায় তোর স্বপ্ন তে আবার
ওরে মন উদাসী, একা ফেলে পালালি কোথায়
ওরে পরবাসী ওরে বন্ধু আমার ফিরে আয় ।

তোর সাথে এসে যেত ঝর্ণারা কথাদের, ঝরে গেল কেন আজ মরশুম পাতাদের
কত না বিকেল ঘুড়ি উড়িয়েছি দুজনে, চলে চলে আয় আজ আবার উজানে
কি উপায়ে ফেরা যায় তোর স্বপ্ন তে আবার
ওরে মন উদাসী, একা ফেলে পালালি কোথায়
ও ও ও ও ওরে পরবাসী ওরে বন্ধু আমার ফিরে আয় ।