Tuesday 23 December 2014

আজ তোমার জন্মদিন



আজ তোমার জন্মদিন

শুনেছি পূর্নিমা রাতে এসেছো তুমি
ধরনীর কোলে,
সেদিন খুশির হাট বসেছিল
তারা'র দেশে।

তোমার জন্যে পৃথিবীতে আজ
আলোর ধারা,
তোমার জন্যে বাগানে আজ
ফুলের মেলা,
তোমার জন্যে জোনাক জ্বলে
পুকুর পাড়ে,
তোমার জন্যে কাঁচপোকারা
গান গায় সুরে সুরে।

দক্ষিণের জানালায় বইছে
সুরেলা বাতায়ন,
পাখিদের ঠোটে আজ
উল্লাসের মাতম।
বৃষ্টিবিলাসী ধানের ক্ষেতে
সবুজের ঢেউ দোলে,
চিরদুঃখি কৃষাণির মুখে
হাসির খৈ ফুটে।
রূপালী চাঁদের মেলা বসেছে
তোমার উঠোনে,
নদীর বুকে জোয়ার এসেছে
তোমার আগমনে।

তোমার তরে রক্তজবা
হাজার ফুলের উৎসব,
তোমার তরে কোকিলের গান
দোয়েলের শীষ।

তোমার তরে কৃষ্ণচূড়া
তোমার তরে আকাশ নীল,
তোমার তরে রংধনু রং,
আজ তোমার জন্মদিন।

তোমার তরে শুভেচ্ছা আমার
নীল খামে রবে অমলিন।

ছড়িয়ে দাও তোমার সৌরভ
ছড়িয়ে দাও ভালবাসা,
রাঙিয়ে দাও তোমার পৃথিবী
বেঁচে থাকো নিয়ে আশা।

তোমার আলোয় ঘোচে যাবে
নিরাশার অন্ধকার,
তোমার আলো জ্বালিয়ে দাও
পৃথিবীর এপার-ওপার।

তোমার বুকে স্বপ্ন থাক্, রাত্রি-দিন
আজ তোমার জন্মদিন।।

-------------------------------------------
জাহেদ/ফটোগ্রাফি
www.syedmdjahed.com
(মারবেল খেলা, ২০০৫)
চট্টগ্রাম।
(লোকেশনঃ 22.058807, 92.038265)
-------------------------------------------

তারিখঃ ২৪ ডিসেম্বর  ২০১৩।
রোজঃ মঙ্গল বার।
------------

Thursday 20 November 2014

***** জানি তুমি আসবেনা ফিরে ******

জানি তুমি আসবেনা ফিরে 
বাসবেনা ভালো আমাকে 
জানি তুমি ভেঙেছ হৃদয় 
সেই আশাতে দুঃখ যে পেলাম।।
এ হৃদয়ের এতো কাছে 
ছিলে তুমি মনে কি পরে?
এ হৃদয়ের এতো কাছে 
ছিলে তুমি মনে কি পরে? 
মনে কি পরে?
জানি তুমি আসবেনা ফিরে 
বাসবেনা ভালো আমাকে 
জানি তুমি ভেঙেছ হৃদয় 
সেই আশাতে দুঃখ যে পেলাম।।
এ হৃদয়ের এতো কাছে 
ছিলে তুমি মনে কি পরে?
এ হৃদয়ের এতো কাছে 
ছিলে তুমি মনে কি পরে? 
মনে কি পরে?
কত আপন তুমি ছিলে 
কেনো আমাকে কাঁদালে?
জানিনা কি অভিমানে 
কেনো চলে গেলে?
কত আপন তুমি ছিলে 
কেনো আমাকে কাঁদালে?
জানিনা কি অভিমানে 
কেনো চলে গেলে?
এ হৃদয়ের এতো কাছে 
ছিলে তুমি মনে কি পরে?
এ হৃদয়ের এতো কাছে 
ছিলে তুমি মনে কি পরে? 
মনে কি পরে?
জানি তুমি আসবেনা ফিরে 
বাসবেনা ভালো আমাকে 
জানি তুমি ভেঙেছ হৃদয় 
সেই আশাতে দুঃখ যে পেলাম।।
এ হৃদয়ের এতো কাছে 
ছিলে তুমি মনে কি পরে?
এ হৃদয়ের এতো কাছে 
ছিলে তুমি মনে কি পরে? 
মনে কি পরে?

Saturday 8 November 2014

মেয়ে, তুমি এখনও আমায় বন্ধু ভাবো কি?

গানের নামঃ মেয়ে, তুমি এখনও আমায় বন্ধু ভাবো কি?
শিল্পিঃ তপু
মেয়ে, তুমি এখনও আমায় বন্ধু ভাবো কি?
কখনোও কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশী?
মেয়ে, তুমি এখনও আমায় বন্ধু ভাবো কি?
কখনোও কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশী?
নাকি ভেবে নেবো?
আজও তুমি আমায় চেনো নি?
ভালো লাগে না তোমায় একথা বলেছি বার বার,
তোমার মন ভেঙ্গে যাবে ভেবে এসেছিলাম আমি আবার।
সব - ই ছিলো ভালোবাসা, বুঝলে না বুঝলে না,
বুঝতে যদি দেখতে আমায় লাগছে অচেনা।
হাসছি আমি বলছি কথা, ভাবছো দেখি না তোমায়,
তুমি আমার হৃদয়ে আর দূর থেকে তাকিয়ে দেখাইয়।
ক্ষণিকের বন্ধুরা যখন আর থাকবেনা,
খুঁজে দেখো পাবে আমায়, আমি সেই চিরচেনা
তুমি আমি দিয়েছি পাড়ি দুজনে এপার ওপার,
সবই আমার স্বপ্ন আর সুখের ছবি কল্পনার।
জানি তুমি আমায় এখনো চিনতে পার নি,
ভালোবেসে ডাকবে যখন, আসবো তখনি।
মেয়ে তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি?
কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটু খানি বেশী?
মেয়ে তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি?
কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটু খানি বেশী?
নাকি ভেবে নেবো?
আজও তুমি আমায় চেনো নি?
english font
Meye, tumi ekhono amay Bondhu bhabo ki?
Kokhono ki amay bebhechile bondhur cheye ektu khani beshi?
Naki bhebe nebo ajo tumi amay chenoni?

Bhalolagena tomay e kotha bolechi bar bar bar
Tomar mon bhenge jabe bhebe heshe chilam ami abar
Shobi chilo bhalobasha bujhlena bujhlena
Bujhte jodi dekhte amai lagche ochena…..!
Hashchi ami bolchi kotha bhabcho dekhina tomay
Tumi amar hridoy ar dur theke takiye dekhai
Khoniker bondhura jokhon ar thakbena
Khuje dekho pabe amay ami shei chiro chena
Tumi ami diyechi pari dujone epar opar
Shobi amar shopno ar shukher chobi kolpona
Jani tumi amay ekhono chinte paroni…….!

Bhalobeshe dakbe jokhon ashbo tokhoni….!

Friday 7 November 2014

মাধবী লতা আমি

মাধবী লতা আমি
আমি কানন বালা
তোমার গানের সুর আমি
আমি গলার মালা
দীঘির জলের রোদ আমি
আমি সাঝের বেলা
মাধবী লতা আমি
আমি কানন বালা
তোমার গানের সুর আমি
আমি গোলার মালা
নীল আকাশের সুর্য আমি
আমি জোছনার আলো
তোমার সাধের প্রদীপ আমি
তাই আমায় বাসো ভালো
মাধবী লতা আমি
আমি কানন বালা
নদীর মাঝে ঢেউ আমি
আমি মাতাল হাওয়া
এক পলকে দেখা দিয়ে
মন করেছি উতালা
মাধবী লতা আমি
আমি কানন বালা
তোমার গানের সুর আমি
আমি গোলার মালা♪

Tuesday 4 November 2014

কেন আসে দিন তোকে চোখে হারাবার

কেন আসে দিন তোকে কাছে না পাওয়ার,
 কেন আসে দিন তোকে চোখে হারাবার
কি উপায়ে ফেরা যায় তোর স্বপ্ন তে আবার
ওরে মন উদাসী একা ফেলে পালালি কোথায়
ওরে পরবাসী ওরে বন্ধু আমার ফিরে আয় ।

হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে আজ সব, চলে গেছে ঢলে গেছে কালকের কলরব
কথা ছিলো সাথে তোর বলা হোলো শেষ না, খালি খালি চারিপাশ এ আমার দেশ না
কি উপায়ে ফেরা যায় তোর স্বপ্ন তে আবার
ওরে মন উদাসী, একা ফেলে পালালি কোথায়
ওরে পরবাসী ওরে বন্ধু আমার ফিরে আয় ।

তোর সাথে এসে যেত ঝর্ণারা কথাদের, ঝরে গেল কেন আজ মরশুম পাতাদের
কত না বিকেল ঘুড়ি উড়িয়েছি দুজনে, চলে চলে আয় আজ আবার উজানে
কি উপায়ে ফেরা যায় তোর স্বপ্ন তে আবার
ওরে মন উদাসী, একা ফেলে পালালি কোথায়
ও ও ও ও ওরে পরবাসী ওরে বন্ধু আমার ফিরে আয় ।

Thursday 30 October 2014

***যাও পাখি বল তারে – কৃষ্ণ কলি (মনপুরা)***

সোনারও পালঙ্ক ঘরে
লিখে রেখেছিলেম দ্বারে
যাও পাখি বল তারে
সে যেন ভোলেনা মোরে

সুখে থেকো ভালো থেকো
মনে রেখ এই আমারে
বুকের ভেতর নোনা ব্যাথা
চোখে আমার ঝরে কথা

এপার ওপার তোলপাড় একা
বুকের ভেতর নোনা ব্যাথা
চোখে আমার ঝরে কথা
এপার ওপার তোলপাড় একা

যাও পাখি বল তারে
সে যেন ভোলেনা মোরে
সুখে থেক ভালো থেকো
মনে রেখ এই আমারে

মেঘের উপর আকাশ ওড়ে
নদীর ওপার পাখির বাসা
মনের বন্ধু বড় আশা

যাও পাখি যা রে উড়ে
তারে কইয়ো আমার হয়ে
চোখ জ্বলে যায় দেখব তারে
মন চলে যায় অদূর দূরে

যাও পাখি বল তারে
সে যেন ভোলেনা মোরে
সুখে থেক ভালো থেক
মনে রেখ এই আমারে
*****************

Wednesday 29 October 2014

***আমি তোমার কাছে - অরিজিৎ সিং***

আমি তোমার কাছে - অরিজিৎ সিং
আমি তোমার কাছেই রাখব
আজ মনের কথা হাজার
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার
তুমি বৃষ্টি হয়ে নামলে
তুমি বৃষ্টি হয়ে নামলে
আর কমলো চিন্তা আমার....
আমি তোমার কাছেই রাখব
আজ মনের কথা হাজার
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার
হাল্কা হাওয়ার মতন
চাইছি এ সো এখন
করছে তোমায় দেখে
অল্প বেইমানি মন
বান্ধবো তোমার সাথে
আমি আমার জীবন
আমি তোমার কাছেই রাখব
আজ মনের কথা হাজার
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার
ওওও.. হু.. ও ও ও...
চাইলে আসকারা পাক
বেছে থাকার কারণ
আজকে হাতছাড়া যাক
হুমমম ব্যাস্ততার বারন
লিখব তোমার হাতে
আমি আমার মরন
আমি তোমার কাছেই রাখব
আজ মনের কথা হাজার
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার
তুমি বৃষ্টি হয়ে নামলে
তুমি বৃষ্টি হয়ে নামলে
আর কমলো চিন্তা আমার....
********************

Saturday 25 October 2014

***ত্রিশ বছর (হায়দার হোসেন)*****

..................
কি দেখার কথা কি দেখছি ?
কি শোনার কথা কি শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি ?
কি বলার কথা কি বলছি ?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।
স্বাধীনতা কি বৈশাখী মেলা , পান্তা ইলিশ খাওয়া ?
স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া ?
স্বাধীনতা কি বুদ্ধিজীবির বক্তৃতা সেমিনার?
স্বাধীনতা কি শহীদ বেদিতে পুষ্পের সমাহার?
স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতা ?
স্বাধীনতা কি আজ বন্দী আনুষ্ঠানিকতা ? ..।।
স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি?
স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নর - নারী?
স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্র্যান্ড ফ্যাশন শো ?
স্বাধীনতা কি দুখিনী নারীর জড়া - জীর্ণ বস্ত্র ?
স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা ?
স্বাধীনতা কি অন্যের
খোঁজে কিশোরী প্রমোদবালা ?. .।।
স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণদন্ড?
স্বাধীনতা কি পানির ট্যাংকে গলিত লাশের গন্ধ?
স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ?
স্বাধীনতা কি ক্ষমতা হরণে চলে বন্দুক যুদ্ধ?
স্বাধীনতা কি সন্ত্রাসী হাতে মারনাস্ত্রের গর্জন?
স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন?...।।
আজ নেই বর্গী নেই ইংরেজ নেই পাকিস্তানী হানাদার,
আজ তবু কেন আমার মনে শুন্যতা আর হাহা কার।
আজ তবু কি লাখো শহীদের রক্ত যাবে বৃথা,
আজ তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতি কথা। 
--------------------------------------------------
--------------------------------------------------

*****আধারে এসেছি আমি*****

আধারে এসেছি আমি
আধারে যেতে চাই ,
তোরা কেন পিছু পিছু-পিছু
আমাকে ডাকিস ভাই ।

আমি তো ভিখারীর বেশে
ফিরেতেছি দেশে দেশে,
নাই বিদ্যা নাই বুদ্বি
গুণ তো কিছুই নাই ।

আলোতে লাগেনা ভালো
আধারে যে ভালোবাসি ,
আমি যে পাগল প্রাণে
কভূ কাদি কভূ হাসি ।

চাইনে ঐশ্বর্য বাতি
চাইনে যশের খ্যতি ,
আমি যে আমারি ভাবে
মুগ্ধ আছি দিবানিশি ।

অনাদর অভঙ্গায়
সদাতুষ্ট মন প্রাণ ,
সংসার বিরাগী আমি
আমার কিসের মান ।

চাইনে আদর স্নেহ
চাইনে সুখের গৃহ ,
ফলমুল খাদ্য মোর
তরুতলে বাসস্থান ।

কে তোরা ডাকিস মোরে
আয় দেখি কাছে আয় ,
কি চাস আমার কাছে
আমি যে ভিখারী হায় ।

আছে শুধু অশ্রুজল
তোরা কি তা নিবি হায় ।

শোকে তাপে এ হ্রদয়
হয়ে গেছে ঘোর কালো ,
আধারে থাকিতে চাই
ভালো যে বাসিনা আলো ।

আমি যে পাগল কবি
দীণতার পূর্ণ ছবি ,
সবাই করে দূর দূর
তোরা কি বাসিস ভালো ???

নিবেদন - কায়কোবাদ

Friday 24 October 2014

****আমি বাংলাদেশ****

কি করেছে তোমার বাবা
কি করেছে স্বামী ?
গল্পও সে সব তোমার চেয়ে, 
কম জানি না আমি।
তোমার যত কীর্তিকলাপ সেও তো আছে জানা,
ইচ্ছে করে মুখ খুলিনা,
বলতে অসব মানা!
স্বামী বাবার নাম ভাঙ্গিয়ে আর কতকাল খাবে?
এবার ওদের ঘুমতে দাও আত্মা শান্তি পাবে,
তাদের প্রতি আমার সকল শ্রদ্ধা রেখে বলি,
খুব বেশিদিন আমার চোখে যায়না দেওয়া ধুলি..
আমার মাথাইয় কাঁঠাল ভেঙ্গে খাওয়ার দিন তো শেষ
নাম আমার জনগন..
আমি বাংলাদেশ!! (ঐ)
বৃক্ষের নাম দিয়ে কি ফল এ পরিচয়?
রাজা রা মিছেই কেবল কথার খৈ ফুটো..
কেবল ঈ নিজের গীতেও বিভোর হয়ে রয়ে..
দেবতা ফেরেস্তা শব -
ভুল কি তাদের হয়?
অপরের নিন্দা করেই ভাঙলে কেবল গলা..
নির্বাচনের আগায় তোমার শতেক চলাকলা..
কখন শান্তি-প্রীতি -কখন বিক্ষোভও,
আসলে তো জানি সবই সিংহাসনের লোভ
আমায় দেখে ভাবছ বুঝি বুদ্ধু বকা সোজা?
সময়ে টের পাবে সব আসলে কে রাজা!!
আমার মাথাইয় কাঁঠাল ভেঙ্গে খাওয়ার দিন তো শেষ
নাম আমার জনগন..
আমি বাংলাদেশ!! (ঐ)
তোমার ঐ মনটা বড়
বদধ্য বেশি ভুল
তোমার ঐ ইশতেহারে কি কি জেন ছিল?
যদি দেখি হাতের আঙ্গুল ভুলে তাদের কাজ-
দিনে দিনে ফুলে ফেপে হচ্ছে কলাগাছ..!
যদিও তোমার চোখের চশমাটা রঙ্গিন..
চোরদের দশ দিন আর গেরস্থের এক দিন
নেতাদের দশ দিন আর আমাদের এক দিন।
আমাকে রাখলে খুশি মাথায় তুলে রাখি..
নরম নরম গদির পরেও বসতে তোমায় দ্যাকি
ধাপ্পাবাজি তের পেলে ঠিক পালতে দেব মন
শোনা দিয়ে মুড়লে লাভ হবে না তখন!!

*******বোঝেনা সে বোঝেনা*********


বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে,
কেন সন্ধ্যে সন্ধ্যে নামলে সে পালায়,
তাকে আটকে রাখার চেষ্টা, আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা,
আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায় |
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা........২|
বোঝেনা বোঝেনা বোঝেনা |

পায় স্বপ্ন স্বপ্ন লগ্নে, তার অন্য অন্য ডাকনাম,
তাকে নিত্যনতুন যত্নে কে সাজায়,
সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি
আর হাঁটছি যেদিকে আমার দু-চোখ যায় |

বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা........২|
বোঝেনা বোঝেনা বোঝেনা |

আজ সব সত্যি মিথ্যে,দিন বলছে যেতে যেতে,
মন গুমরে গুমরে মরছে কি উপায়,
জানি স্বপ্ন সত্যি হয় না, তবু মন মানতে চায় না,
কেন এমন রাত্রি নামছে জানলায় |
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা |
বোঝেনা বোঝেনা বোঝেনা |

এটা গল্প হলেও পারতো, পাতা একটা আধটা পড়তাম,
খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে,
জানি আবার আসবে কালকে, নিয়ে পালকি পালকি ভাবনা,
ফের চলে যাবে করে একলা আমাকে |
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা |
বোঝেনা বোঝেনা বোঝেনা |

বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা......২|
বোঝেনা বোঝেনা বোঝেনা |

বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা........২|
বোঝেনা বোঝেনা বোঝেনা |
********************

***বন্ধু তোমার - কৃষ্ণকলি***

বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে
বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তালোকের ছায়া
বন্ধু তোমার নাকের ভাজে চিন্তা নামের কায়া
বন্ধু আমার মন ভাল নেই
তোমার কি মন ভালো
বন্ধু তুমি একটু হাসো
একটু কথা বলো
বন্ধু আমার বন্ধু তুমি
বন্ধু মোরা ক’ জন
তবুও বন্ধু…… মন হলো না আপন ।।
বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যথা
বন্ধু তুমি অমন করে যেও না আর একা
বন্ধু এসো স্বপ্ন আকি চারটা দেয়াল জুড়ে
বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে
বন্ধু এসো জল এ ভাসি
বুক ভাসানোর সুখে
বন্ধু তোমার বন্ধু আমি
বন্ধু মোরা ক’ জন
তবুও বন্ধু….. ভাসি নাকো
আঁকি নাকো স্বপন ।।
***********

****বায়োস্কোপ****

শিরোনামঃ বায়োস্কোপ
কন্ঠঃ সঞ্জীব চৌধুরী/ বাপ্পা মজুমদার
ব্যান্ডঃ দলছুট
অ্যালবামঃ আকাশচুরি

তোমার বাড়ির রঙের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
ডাইনে তোমার চাচার বাড়ি বাঁয়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না

অন্তরে থাক পদ্ম গোলাপ
গদ্যে পদ্যে আঁকছি মুখ
ঘুরতেছিলাম রঙের মেলায়
অপূর্ব সেই তোমার চোখ
অমন পলক ফেলতে তো কেউ পারে না
অমন পলক ফেলতে তো কেউ পারে না
তোমার বাড়ির রঙের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না

হঠাৎ তোমায় মন দিয়েছি
ফেরত চাইনি কোনদিন
মন কি তোমার হাতের নাটাই
তোমার কাছে আমার ঋণ
মন হারালেও মনের মনের মানুষ হারে না
মন হারালেও মনের মনের মানুষ হারে না
তোমার বাড়ির রঙের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
ডাইনে তোমার চাচার বাড়ি বাঁয়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না
*********************

***হৃদয়ের দাবী***

শিরোনামঃ হৃদয়ের দাবী
কন্ঠঃ সঞ্জীব চৌধুরী
কথাঃ কামরুজ্জামান কামু
ব্যান্ডঃ দলছুট
অ্যালবামঃ আকাশচুরি

আগুনের কথা বন্ধুকে বলি
দুহাতে আগুন তারও,
কার মালা হতে খসে পড়া ফুল
রক্তের চেয়ে গাঢ় (২)
যার হাতখানি পুড়ে গেলো বধু
আঁচলে তাহারে ঢাকো,
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো

একজন ডাকে দূরবর্তীকে
মাস্তুলখানি দোলে
মুক্তার লোভে কে হায় ডুবুরি
ঝিনুকের মালা খোলে (২)
কে হায় বসিয়া অঙ্গ ভরিয়া
গোধূলির মায়া মাখো,
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো

পাতালের মেয়ে সূর্য চেনে না
আঁধার তাহার ভাই,
প্রজাপতি বলে বুকে নাও তারে
আলোয় তারে সাজাই
কে তবে জ্বালায় ছায়ার শিখাটি
কার মুখ চেয়ে থাকো,
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো

জলের ঝিয়ারি তিন ভাগ জলে
মিশিয়ে দিয়েছি বালি,
বালিয়াড়ি ডাকে কাছে আয় তবে
পাতালে আগুন জ্বালি
পথ ছুটে যায় যার আঙিনায়
সেই পথ মেলে নাকো,
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো

একজন ডাকে দূরবর্তীকে
মাস্তুলখানি দোলে,
মুক্তার লোভে কে হায় ডুবুরি
ঝিনুকের মালা খোলে।

একজন ডাকে দূরবর্তীকে
মাস্তুলখানি দোলে
মুক্তার লোভে কে হায় ডুবুরি
ঝিনুকের মালা খোলে (২)
কে হায় বসিয়া অঙ্গ ভরিয়া
গোধূলির মায়া মাখো,
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো
রাখো
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো
*****************

***যেদিন আমি হারিয়ে যাব (অভিশাপ)***

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -
বুঝবে সেদিন বুঝবে!
ছবি আমার বুকে বেঁধে
পাগল হয়ে কেঁদে কেঁদে
ফিরবে মরু কানন গিরি,
সাগর আকাশ বাতাস চিরি’
যেদিন আমায় খুঁজবে -
বুঝবে সেদিন বুঝবে!

স্বপন ভেঙ্গে নিশুত রাতে, জাগবে হঠাৎ চমকে
কাহার যেন চেনা ছোয়ায় উঠবে ও-বুক ছমকে-
জাগবে হঠাৎ ছমকে,
ভাববে বুঝি আমিই এসে
বসনু বুকের কোলটি ঘেষে
ধরতে গিয়ে দেখবে যখন
শুন্য শয্যা মিথ্যা স্বপন
বেদনাতে চোখ বুজবে-
বুঝবে সেদিন বুঝবে!

গাইতে ব’সে কন্ঠ ছিড়ে আসবে যখন কান্না,
ব’লবে সবাই – “সেই যে পথিক, তার শেখানো গান না?”
আসবে ভেঙে কান্না!
প’ড়বে মনে আমার সোহাগ,
কন্ঠে তোমার কাঁদবে বেহাগ!
প’ড়বে মনে অনেক ফাঁকি
অশ্রু-হারা কঠিন আঁখি
ঘন ঘন মুছবে -
বুঝবে সেদিন বুঝবে!

আবার যেদিন শিউলি ফুটে ভ’রবে তোমার অঙ্গন,
তুলতে সে-ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কণ -
কাঁদবে কুটীর-অঙ্গন!
শিউলি ঢাকা মোর সমাধি
প’ড়বে মনে, উঠবে কাঁদি’!
বুকের মালা ক’রবে জ্বালা
চোখের জলে সেদিন বালা
মুখের হাসি ঘুচবে -
বুঝবে সেদিন বুঝবে!

আসবে আবার আশিন-হাওয়া, শিশির-ছেঁচা রাত্রি,
থাকবে সবাই – থাকবে না এই মরণ-পথের যাত্রী!
আসবে শিশির-রাত্রি!
থাকবে পাশে বন্ধু স্বজন,
থাকবে রাতে বাহুর বাঁধন,
বঁধুর বুকের পরশনে
আমার পরশ আনবে মনে-
বিষিয়ে ও-বুক উঠবে-
বুঝবে সেদিন বুঝবে!

আসবে আবার শীতের রাতি, আসবে না’ক আর সে-
তোমার সুখে প’ড়ত বাধা থাকলে যে-জন পার্শ্বে,
আসবে না’ক আর সে!
প’ড়বে মনে, মোর বাহুতে
মাথা থুয়ে যে-দিন শুতে,
মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়!
সেই স্মৃতি তো ঐ বিছানায়
কাঁটা হ’য়ে ফুটবে-
বুঝবে সেদিন বুঝবে!

আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে,
সেই তরীতে হয়ত কেহ থাকবে তোমার সঙ্গে-
দুলবে তরী রঙ্গে,
প’ড়বে মনে সে কোন্ রাতে
এক তরীতে ছিলেম সাথে,
এমনি গাঙ ছিল জোয়ার,
নদীর দু’ধার এমনি আঁধার
তেমনি তরী ছুটবে-
বুঝবে সেদিন বুঝবে!

তোমার সখার আসবে যেদিন এমনি কারা-বন্ধ,
আমার মতন কেঁদে কেঁদে হয়ত হবে অন্ধ-
সখার কারা-বন্ধ!
বন্ধু তোমার হানবে হেলা
ভাঙবে তোমার সুখের মেলা;
দীর্ঘ বেলা কাটবে না আর,
বইতে প্রাণের শান- এ ভার
মরণ-সনে বুঝবে-
বুঝবে সেদিন বুঝবে!

ফুটবে আবার দোলন চাঁপা চৈতী-রাতের চাঁদনী,
আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনী-
চৈতী-রাতের চাঁদনী।
ঋতুর পরে ফিরবে ঋতু,
সেদিন-হে মোর সোহাগ-ভীতু!
চাইবে কেঁদে নীল নভো গা’য়,
আমার মতন চোখ ভ’রে চায়
যে-তারা তা’য় খুঁজবে-
বুঝবে সেদিন বুঝবে!

আসবে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন,
কাঁপবে কুটীর সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন-
টুটবে যবে বন্ধন!
পড়বে মনে, নেই সে সাথে
বাঁধবে বুকে দুঃখ-রাতে-
আপনি গালে যাচবে চুমা,
চাইবে আদর, মাগবে ছোঁওয়া,
আপনি যেচে চুমবে-
বুঝবে সেদিন বুঝবে।

আমার বুকের যে কাঁটা-ঘা তোমায় ব্যথা হানত্
সেই আঘাতই যাচবে আবার হয়ত হ’য়ে শ্রান–
আসবে তখন পান’।
হয়ত তখন আমার কোলে
সোহাগ-লোভে প’ড়বে ঢ’লে,
আপনি সেদিন সেধে কেঁদে
চাপবে বুকে বাহু বেঁধে,
চরণ চুমে পূজবে-
বুঝবে সেদিন বুঝবে!
***************

***অচিন পাখি দিল ফাঁকি***

অচিন পাখি দিল ফাঁকি, উদাস বাউল কাকে ডাকি
জলের মাঝে জীবনগুলো, তেপান্তরের পাথর ধুলো
সাগর তীরের জীবন দেয়াল,
সূর্যটাকে রাখিস খেয়াল

গাছের চূড়ায় নতুন শহর, নদী পানি ফুলের বহর
সময় কাঁটা আতশবাজি, কাঁটাতারে বৃক্ষরাজি
স্বপ্ন দহণ পূণ্য না সয়
সত্যবচন ধর্মে না রয়

কথার মাঝে নোনা দেয়াল
সূর্যটাকে রাখিস খেয়াল

কল্প সাধন মাতাল হাওয়া, আপন পথে হারিয়ে যাওয়া
জীবন দেখার অবাক টানে, সরল রেখার অন্য মানে
তোমার আমার কাঁচের দেয়াল
সূর্যটাকে রাখিস খেয়াল

***********************

***বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি?***

বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি ?
বল তুই আমায় ছাড়া ক্যামনে রবি ।।
তোর পরাণে আমার এ মন
বান্ধিয়াছি সারা জীবন
তোরে ছাড়া বাঁচি না ।।
বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি ?
বল তুই আমায় ছাড়া ক্যামনে রবি

এক জীবনে একটু ভুল হতেই পারে
তাই বলে কি আপন মানুষ রাখবি দূরে ।।
যাসনারে এভাবে চলে
আমি যাচ্ছি এই পথ ভুলে
বহু দূরে কেউ তো জানবে না ।।

বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি ?
বল তুই আমায় ছাড়া ক্যামনে রবি ।।
তোর পরাণে আমার এ মন
বান্ধিয়াছি সারা জীবন
তোরে ছাড়া বাঁচি না ।।
বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি ?
বল তুই আমায় ছাড়া ক্যামনে রবি

তোর পরাণে আমার এ মন
বান্ধিয়াছি সারা জীবন
**********************

***বল না তুই বল না***

মন তোরে বলি যত
তুই চলেছিস তোরই মতো;
সাধ্য কি আমার
ছুঁটি তোর পিছনে?
মন বলি তুই ফিরে যা
মন ছাড়া যাইরে কী বাঁচা?
তুই ছাড়া,
কে আর আছে এ জীবনে?
কি কারণ অকারণ
এত করিস জ্বালাতন;
ভাল লাগে না এই দোতানা উছাতন সারাক্ষণ!
বল না তুই বল না
কেন এই ছলনা;
ও মন তুই বল না
ভালোবাসি বল না।
বল না তুই বল না
ভুলে গিয়ে ছলনা;
একবার শুধু বল না
ভালোবাসি বল না!
এই কথা সেই কথা
কত যে কথা বলিস;
শুধু বলিস না
মন কি কই।
ভালোবাসা, প্রেম-প্রীতি
কত কিছু বুঝিস;
শুধু বুঝিস না
মন কি চাই!
কি কারণ অকারণ
এত করিস জ্বালাতন;
ভাল লাগে না এই দোতানা উছাতন সারাক্ষণ!
বল না তুই বল না
কেন এই ছলনা;
ও মন তুই বল না
ভালোবাসি বল না।
বল না তুই বল না
ভুলে গিয়ে ছলনা;
একবার শুধু বল না
ভালোবাসি বল না!
অন্তরটা দিলাম খুলে
দেখিস নাতো ফিরে;
তোর মন বোঝা
ভীষণ দায়!......
*********

***বৃদ্ধাশ্রম****

ছেলে আমার মস্ত মানুষ,মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার।
নানান রকম জিনিস আর আসবাব দামী দামী
সবচেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি।
ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।।
আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ওসব নাকি বেশ পুরনো,ফ্ল্যাটে রাখা যায় না।
ওর বাবার ছবি,ঘড়ি-ছড়ি,বিদেয় হলো তাড়াতাড়ি
ছেড়ে দিলো, কাকে খেলো, পোষা বুড়ো ময়না।
স্বামী-স্ত্রী আর আ্যালসেশিয়ান-জায়গা বড়ই কম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।।
নিজের হাতে ভাত খেতে পারতো নাকো খোকা
বলতাম আমি না থাকলে কি করবি রে বোকা?
ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে-
খোকা বোধ হয় আর কাঁদে না,নেই বুঝি আর মনে।
ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে
দু’হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে
দু’হাত আজো খুঁজে,ভুলে যায় যে একদম-
আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম।।
খোকারও হয়েছে ছেলে,দু’বছর হলো
তার তো মাত্র বয়স পঁচিশ,ঠাকুর মুখ তোলো।
একশো বছর বাঁচতে চাই এখন আমার সাধ
পঁচিশ বছর পরে খোকার হবে ঊনষাট।
আশ্রমের এই ঘরটা ছোট,জায়গা অনেক বেশি-
খোকা-আমি,দু’জনেতে থাকবো পাশাপাশি।
সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম
মুখোমুখি আমি,খোকা আর বৃদ্ধাশ্রম!
মুখোমুখি আমি,খোকা আর বৃদ্ধাশ্রম!
মুখোমুখি আমি,খোকা আর বৃদ্ধাশ্রম।
**********************

***আমি চিৎকার করি কাদিতে চাহিয়া***

কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে শিক্ত?
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদিপ্ত?
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধর্য্য?
নির্মমতা কতদুর হলে জাতি হবে নির্লজ্জ?
আমি চিৎকার করি কাদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার
বুকের ব্যধা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।।
আজো কানে ভাসে সেই কথাগুলো
কে জানে হবে যে শেষ কথা?
নিয়তির ডাকে দিয়ে যে সারা, ফেলে গেলে শুধু নিরবতা
যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রনা
অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দেব শান্তনা?
বিধাতা তোমায় ডাকে বাড়ে বাড়ে
কর তুমি মোরে মার্জনা,
দু:খ সহিতে দাওগো শক্তি, তোমারি সকাসে প্রার্থনা
চাহিনা সহিতে আমারি মাটিতে
মজনুমের আর্তনাত।
বিশাদ অনুগে পোড়ে বাড়ে বাড়ে
লঞ্চিত হবে স্বপ্নচার।।
হায়দার হোসেন। **********************

******************তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই*********

তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন চলে যায়

সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর হাজার হাজার মানুষ মরে যায়

দেখবে বলে আকাশটাকে মাথা উঁচু করে
শুধুই নোংরা কালো ধোঁয়া ঢেকে যায়

কাছে আসবে বলে অন্ধকারে হাতড়ে মরে ওরা
তবু শরীর দুটো থাকে আলাদা

আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন… আশা করে যায়

সময় ছুটে চলে
আমি আটকে পড়ে রই
আমার রাস্তা আঁটে আমি আঁটি না

চোখে নিয়ে স্বপ্ন বুকে নিয়ে অনেক অনেক কথা
আমার বয়স বাড়ে, আমি বাড়ি না

তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাযই
আর একটা করে দিন চলে যায়

সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর হাজার হাজার মানুষ মরে যায়

আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন… আশা করে যায়
**************

*****তুমি আসবে বলে*****

কথা,সুর,কন্ঠ--নচিকেতা

"তুমি আসবে বলেই
আকাশ মেঘলা
বৃষ্টি এখনো হয় নি
তুমি আসবে বলেই
কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝড়ে যায়নি।
তুমি আসবে বলেই
অন্ধ কানাই বসে আছে গান গায়নি
তুমি আসবে বলেই
চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি।
তুমি আসবে বলেই
জাকির হোসাইন ভুল করে ফেলে তালে
তুমি আসবে বলেই
মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে।
তুমি আসবে বলেই
সোনালী স্বপ্ন ভীড় করে আসে চোখে
তুমি আসবে বলেই
আগামী বলছে দেখতে আসবো তোকে।
তুমি আসবে বলেই......
তুমি আসবে বলেই
আমার দ্বিধারা উত্তর খুজে পায়নি
তুমি আসবে বলেই
দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি।
তুমি আসবে বলেই
সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা
তুমি আসবে বলেই
জ্যোতিষ ছেড়েছে কতনা ভণ্ড বাবা।
তুমি আসবে বলেই
পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার
তুমি আসবে বলেই
ঈষাণ কোণেতে জমেছে অন্ধকার।
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই
বখাটে ছেলেটা শীষ দিতে দিতে দেয়নি
তুমি আসবে বলেই
আমার কলম এখনো বিক্রি হয় নি।
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই