Thursday 30 October 2014

***যাও পাখি বল তারে – কৃষ্ণ কলি (মনপুরা)***

সোনারও পালঙ্ক ঘরে
লিখে রেখেছিলেম দ্বারে
যাও পাখি বল তারে
সে যেন ভোলেনা মোরে

সুখে থেকো ভালো থেকো
মনে রেখ এই আমারে
বুকের ভেতর নোনা ব্যাথা
চোখে আমার ঝরে কথা

এপার ওপার তোলপাড় একা
বুকের ভেতর নোনা ব্যাথা
চোখে আমার ঝরে কথা
এপার ওপার তোলপাড় একা

যাও পাখি বল তারে
সে যেন ভোলেনা মোরে
সুখে থেক ভালো থেকো
মনে রেখ এই আমারে

মেঘের উপর আকাশ ওড়ে
নদীর ওপার পাখির বাসা
মনের বন্ধু বড় আশা

যাও পাখি যা রে উড়ে
তারে কইয়ো আমার হয়ে
চোখ জ্বলে যায় দেখব তারে
মন চলে যায় অদূর দূরে

যাও পাখি বল তারে
সে যেন ভোলেনা মোরে
সুখে থেক ভালো থেক
মনে রেখ এই আমারে
*****************

No comments:

Post a Comment