Saturday 9 May 2015

মা জননী

মা জননী
মা যে আমার পূর্নিমা চাঁদ
সকল সুখের আলো,
মা যে আমার এই পৃথিবীর
সবার চেয়ে ভালো।।
দুঃখের দিনে কেউ যখনি
দেয়না আমায় দেখা,
মা জননী তখন আমায়
থাকতে না দেয় একা।।
ভাল খাবার খায়না নিজে
দেয় আমাকে খেতে,
খোদার হাতে সঁপে আমায়
বাইরে কোথাও যেতে।।
বাইরে গিয়ে ফিরতে ঘরে
দেরি যখন হয়
মা যে আমার রাত গভীরেও
একলা বসে রয়।।
মা গো আমি পারবনা শোধ
করতে তোমার ঋন,
আমায় ক্ষমা করো মা গো
রোজ হাশরের দিন।।