Saturday 21 March 2020

কিছু কিছু কথা - লড়াই

কিছু কিছু কথা বসে আছে ভিজে
মিছি মিছি ব্যাথা হয় নিজে নিজে
ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে
মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে

আকাশ যখন গাইবে বলে..
আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান
বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান,
অভিমান..
আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর
বাতাস তখন নিরব চিঠি পাঠায় বহুদুর,
বহুদুর..

কিছু কিছু ধুলো জমে আছে কাঁচে
ডাকনাম গুলো ভীষণই ছোঁয়াচে
মরে যাওয়া জমি ভিজে গেলে জলে
চারাগাছ গুলো কত কি যে বলে

তোমার এমনি আসাএমনি যাওয়া,
এমনি হাজার ছলসাজিয়েছো যেনো
তোমার এমনি খেলাখেয়াল খুশি,
করছে কোলাহলথামেনি এখনো

চুপি চুপি দেয়াল জুড়েআঁকছি কতো
মন কেমনের খাতা
চুপি চুপি জানতে গেলাম নিরুদ্দেশে
মায়ার চাদর পাতা..

.. কিছু কিছু কথা বসে আছে ভিজে
মিছি মিছি ব্যাথা হয় নিজে নিজে
ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে
মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে

আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান
বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান,
অভিমান..
আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর
বাতাস তখন নিরব চিঠি পাঠায় বহুদুর,
বহুদুর..