Wednesday 24 June 2015

নারী-হায়দার হোসাইন

অপরুপ এই সৃষ্ট জগতে যা কিছু আছে সুন্দর,
তোমাকে দানিতে কৃপণতা করেনি আমার ঈশ্বর,
তোমাকে করেছে মহিমান্বিত দানিয়া তোমায় মায়ের রূপ,
তোমারি চরণে রয়েছে লুকায়ে পরকালের স্বর্গ সুখ...
হে নারী তুমি উঠো জাগিয়া, নিজের আসন লও বুঝিয়া, 
তোমারি জন্য সৃষ্ট সমাজ, তোমারি জন্য সমাজ অটুট,
সমাজ গড়ার কারিগর তুমি, তোমারি মুঠোয় বিশ্বসুখ!!
নারী কি কেবল প্রেয়সীর মন অনন্ত প্রেমে অবগাহন
নারী কি কেবল বোনের স্নেহ মায়ের মমতা চিরন্তন ..
এ যে তার সহজাত ভাব মহিমান্বিত নারী স্বরুপ
প্রেমের বলয়ে রেখেছে জড়ায়ে সংসার যত দুঃখ সুখ
ওহে নরাধ্ম বুঝবে কখন নারী জাতীর কোন সে আসন
শোষণ শাসনে বাধিয়া তাহার পৌরষে কর কালি লেপন
ধ্বিক তাদের’ই যারা দিয়াছে নারী কে আজ পণ্যরুপ
নারীর রুপের জৌলুস বেচিয়া দু’হাতে করছে অর্থ লূট
হে নারী তুমি উঠো জাগিয়া, নিজের আসন লও বুঝিয়া,
তোমারি জন্য সৃষ্ট সমাজ, তোমারি জন্য সমাজ অটুট,
সমাজ গড়ার কারিগর তুমি, তোমারি মুঠোয় বিশ্বসুখ!!
ওহে নারী তুমি দেখো তাকায়ে ইতিহাস করে সাক্ষ্য দান
নজরুল বলে কল্যাণ যত আধেক নারীর অবদান ।।
বিবি খাদিজা বিবি আয়েশা মহীয়সী কত মহৎপ্রাণ
জ্ঞ্যানের আলোয় উধভাসিত কর্ম করেছে মহীয়ান
কেমনে এগুবে দেশ ও জাতী আজও যদি থাকে সংশয়
সমাজ গড়ার কারিগর যদি চার দেওয়ালে বন্ধি রয়
নেপোলিয়ান তবে বলেছিল বটে উন্নয়নের চাবিকাঠি
উন্নত জাতী উপহার দেওয়ার দীক্ষিত মায়ের প্রতিশ্রুতি
হে নারী তুমি উঠো জাগিয়া, নিজের আসন লও বুঝিয়া,
তোমারি জন্য সৃষ্ট সমাজ, তোমারি জন্য সমাজ অটুট,
সমাজ গড়ার কারিগর তুমি, তোমারি মুঠোয় বিশ্বসুখ!!