Wednesday 12 August 2015

আমার নিজকে চিনা বাকি

আমার নিজকে চিনা বাকি,
বড় যন্ত্রনাতে থাকি,
খাঁচার ভিতর থাকে আমার
বাধন ছাড়া পাখি....

পাখি দেয় যে ভিষণ তাড়া,
না হয় করবে আমায় সাড়া,
বাধন দিবা শুনলে পাখি
করে ডাকা ডাকি...
আমার নিজকে চিনা বাকি
বড় যন্ত্রণা থাকি
খাঁচার ভিতর থাকে আমার
বাধন ছাড়া পাখি....

আমি ছিলাম বহু দূর
বসত ছিল অচিনপুর,
মালিক দিল বেধে আমায়
চলবে না চালাকী...।
আমার নিজকে চিনা বাকি
বড় যন্ত্রণা থাকি
খাঁচার ভিতর থাকে আমার
বাধন ছাড়া পাখি....


আমায় বানাইল কোন জন,
সেই যে সবচেয়ে আপন...
হইলে তাহার মর্জিদারী
বড়ই সুখে থাকি...!

No comments:

Post a Comment