Thursday 21 January 2016

মন মাতাল সাঁঝ সকাল

মন মাতাল সাঁঝ সকাল
কেন শুধুই কাঁদে
মন মাতাল সাঁঝ সকাল
কেন শুধুই কাঁদে
নিত্যকাল স্বপ্নজাল
মায়ায় কেন বাঁধে
মন মাতাল ...

সব অচেনা লাগে, মনে হয়
কিছু চিনি না যে
কে আপন আর কে বা যে পর
মোর মন লাগে না কাজে
গীতহীনা প্রাণবীণা
কেন মিছে সাধে
মন মাতাল ...

ভুলে যাওয়া ভুলে গেছে মন
কেন মনে রাখে
অস্তাচলের পথের পাখিকে
কেন যে পিছে ডাকে
শান্তনা কিছু না
আমার প্রেমের ফাঁদে
মন মাতাল ...

1 comment: