Sunday 12 June 2022

কোন এক বাদলা দিনে

 কোন এক বাদলা দিনে

"হুসাইন নুর"


কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হবো
রাজি তুই থাকলে পরে প্রনয়ের কথা কবো
কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হবো
রাজি তুই থাকলে পরে প্রনয়ের কথা কবো
রাজি তুই থাকলে পরে প্রনয়ের কথা কবো

রিমঝিম বৃষ্টি ফুটায় দৃষ্টি রাখবো ধরে
কাজলে লেপটে যাবো দুচোখের মিষ্টি ঘোরে
রিমঝিম বৃষ্টি ফুটায় বৃষ্টি রাখবো ধরে
কাজলে লেপটে যাবো দুচোখের মিষ্টি ঘোরে
তুই যদি হোসরে আমার.....
তুই যদি হোসরে আমার আমি ঠিক তোরি হবো

রাজি তুই থাকলে পরে প্রনয়ের কথা কবো
রাজি তুই থাকলে পরে প্রনয়ের কথা কবো

দমকা বাতাস এলে আগলে রাখবো ঠিকি
আমি তুই হাত মিলিয়ে হাটবো চারি দিকি
দমকা বাতাস এলে আগলে রাখবো ঠিকি
আমি তুই হাত মিলিয়ে হাটবো চারি দিকি
শ্রাবণের অঝোর ধারায়.....
শ্রাবণের অঝোর ধারায় আমি রোজ তোরি রবো

রাজি তুই থাকলে পরে প্রনয়ের কথা কবো
রাজি তুই থাকলে পরে প্রনয়ের কথা কবো

আকাশের ধূম্রকালোয় যদি হাড়িয়ে যাস
জোড়া চোখ দেখিস খুলে আছি ঠিক তোরি পাশ
আকাশের ধূম্রকালোয় যদি হাড়িয়ে যাস
জোড়া চোখ দেখিস খুলে আছি ঠিক তোরি পাশ
মেঘেদের ভেলায় চড়ে.....
মেঘেদের ভেলায় চড়ে আমি তোর সাথেই যাবো

Saturday 21 March 2020

কিছু কিছু কথা - লড়াই

কিছু কিছু কথা বসে আছে ভিজে
মিছি মিছি ব্যাথা হয় নিজে নিজে
ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে
মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে

আকাশ যখন গাইবে বলে..
আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান
বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান,
অভিমান..
আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর
বাতাস তখন নিরব চিঠি পাঠায় বহুদুর,
বহুদুর..

কিছু কিছু ধুলো জমে আছে কাঁচে
ডাকনাম গুলো ভীষণই ছোঁয়াচে
মরে যাওয়া জমি ভিজে গেলে জলে
চারাগাছ গুলো কত কি যে বলে

তোমার এমনি আসাএমনি যাওয়া,
এমনি হাজার ছলসাজিয়েছো যেনো
তোমার এমনি খেলাখেয়াল খুশি,
করছে কোলাহলথামেনি এখনো

চুপি চুপি দেয়াল জুড়েআঁকছি কতো
মন কেমনের খাতা
চুপি চুপি জানতে গেলাম নিরুদ্দেশে
মায়ার চাদর পাতা..

.. কিছু কিছু কথা বসে আছে ভিজে
মিছি মিছি ব্যাথা হয় নিজে নিজে
ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে
মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে

আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান
বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান,
অভিমান..
আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর
বাতাস তখন নিরব চিঠি পাঠায় বহুদুর,
বহুদুর..

Wednesday 21 November 2018

আমি এক যাযাবর - ভূপেন হাজারিকা (১৯২৬ - ২০১১)

আমি এক যাযাবর, আমি এক যাযাবর
পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।।

আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প‌্যারিসের ধূলো মেখেছি
আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি
গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি।।

মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর
তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর।।

বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ
রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি
তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী
আমি দেখেছি অনেক গোলাপ-বকুল, ফুটে আছে থরে থরে
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা, ঝরে গেছে অনাদরে
প্রেমহীন ভালোবাসা বেসে বেসে, ভেঙ্গেছি সুখের ঘর।।
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর
তাই আমি যাযাবর, আমি এক যাযাবর।।

ভূপেন হাজারিকা (১৯২৬ - ২০১১)