Friday 16 September 2022

চোখের ভিতর স্বপ্ন থাকে




 চোখের ভিতর স্বপ্ন থাকে

===================

চোখের ভিতর স্বপ্ন থাকে

স্বপ্ন বাঁচায় জীবনটাকে

তুমি আমার স্বপ্ন হাজার, বুকেরই নি:শ্বাস

তোমায় নিয়ে যায় কি ধরা, বাজীর কোন তাস

চোখের ভিতর স্বপ্ন থাকে

স্বপ্ন বাঁচায় জীবনটাকে

তুমি আমার স্বপ্ন হাজার, বুকেরই নি:শ্বাস

তোমায় নিয়ে যায় কি ধরা, বাজীর কোন তাস


আঁধারেও উড়ে ধূলি

খালি চোখে যায় না দেখা তাকে

চাঁদের আলোয় জ্যোৎস্না ভাঙ্গে

তোমায় নিয়ে স্বপ্ন দেখার ফাকে

আঁধারেও উড়ে ধূলি

খালি চোখে যায় না দেখা তাকে

চাঁদের আলোয় জ্যোৎস্না ভাঙ্গে

তোমায় নিয়ে স্বপ্ন দেখার ফাকে

আঁধার ঘরে যায়না পাওয়া, স্বপ্নের বুনো হাস

তোমায় নিয়ে যায় কি ধরা, বাজির কোন তাস


স্বপ্নটাকে ছুটি দিয়ে

জেগে থেকে লাভ কি থেকে বেঁচে

কোন দুয়ারে খুঁজবো ঝিনুক

তুমি যদি ফেল সাগর সেচে

স্বপ্নটাকে ছুটি দিয়ে

জেগে থেকে লাভ কি থেকে বেঁচে

কোন দুয়ারে খুঁজবো ঝিনুক

তুমি যদি ফেল সাগর সেচে

দিনের আলোয় যায়না ছোঁয়া, স্বপ্নের অভিলাষ

তোমায় নিয়ে যায় কি ধরা, বাজির কোন তাস

চোখের ভিতর স্বপ্ন থাকে

স্বপ্ন বাঁচায় জীবনটাকে

তুমি আমার স্বপ্ন হাজার বুকেরই নি:শ্বাস

তোমায় নিয়ে যায় কি ধরা বাজীর কোন তাস

চোখের ভিতর স্বপ্ন থাকে

স্বপ্ন বাঁচায় জীবনটাকে

তুমি আমার স্বপ্ন হাজার বুকেরই নি:শ্বাস

তোমায় নিয়ে যায় কি ধরা বাজীর কোন তাস


Monday 22 August 2022

ব্যবসায় পরিস্তিতি – আলী হোসান

 ব্যবসায় পরিস্তিতি – আলী হোসান

ভাই কন্নি কত

১২০ টাকা

দিয়া দেও করুম নি কালকে দেখা

কলা দা রুটি নামা কলা দা

ভাইয়ের জাইগায় ভাই আছস

ব্যবসার হিসাব আলাদা

শরম দিলা ভাইরে

ভাই আছস বাহিরে

লাখ টাকা খাউয়াইয়া দিমু

দোকানের বাইরে

কি খবর আলী মিয়া

চিল্লাইতাছ কি নিয়া

কুন্নি দিয়া বোউনি করুম

খেলা শুরু বাকি দিয়া


মানুষ তো মনে করে হুদাহুদি চেতি

আহেন ভাই বহেন

যে ব্যবসার পরিস্থিতি

ব্যবসার যে পরিস্থিতি

মুরগি খুঁজি তিথি তিথি

আ আ তিথি তিথি

বাপ দাদার আমলের স্মৃতি

ধইরা রাখতে চাই

মাগার কেমনে ধরুম ভাই?

কন তো টুকুর টাকুর সদাই বেইচা

কয় টাকা কামাই

কন তো টুকুর টাকুর সদাই বেইচা

কয় টাকা কামাই

কন তো টুকুর টাকুর সদাই বেইচা

কয় টাকা কামাই

ভাই এট্টা টাকা এডভান্স দিয়া

নিজের শইলের শ্রম দিয়া

ব্যবসা কইরা কী লাভ মিয়া

টেকা ঘুরাই বাকি নিয়া

দেহাইতে হয় ময়না টিয়া

খাওয়াইতে হয় কাউয়া দিয়া

কথাটা হুনতে খারাপ

ব্যবসার *** ব্যবসা নিয়া

কি ও বড় ভাই

আপনের দেহি খবর নাই

ভাবতাছি হারাইয়া গেছেন

নাকি বাল মইরাই গেছেন

দূরও মিয়া কী কইতাছেন

দূরও মিয়া কী কইতাছেন

কওয়ার তো কারণ আছে

বাকি টেকার খবর নাই

টেকা দিবেন কবে

আজকে নাইলে কালকে

ট্যাকা দিবি আজকে

বাকি নিয়া খাস ক্যা

আজকে নাইলে কালকে

আর কালকে নাইলে পরশু

পরশু নাইলে টস্যু

সালার আমরা কী নস্যু

আছে নেহি ফেবিকলের

চাইরশো মিলি আঠা

আছে তো একদাম

সত্তুর ট্যাকা দাদা

দইত মিয়া পাগল হইচেন

কী কইতাচেন যাতা

রেট দিলাম বাটা

সালা তারপরও কস টাটা

ভাই ষাইট টাকাই দিলে দেন

না দিলে মাল রাইখ্যা দেন

আপনার ট্যাকা মোড়াইয়া

জায়গা মতো রাইখ্যা দেন

ফুটুনি করতে আহে

ভালো মন্দ চিনে না

আইয়া খালি আতাই বাজান

দাম হুইনা আর কিনে না

কী খবর বস

তোর বসে খাইছে লস

বারো ইন্সিত এক ফুট

তিন ফুটে এক গজ

লস খাইয়া গজ চিনবেন

ব্যবসা এতো সোজা বস

আমি খাইছি ব্যবসাই লস

আমার লগেই মজা লস

মালের দাম কী কমছে

নাকি আগের থেইকা জমছে

হ আপনার লাইগ্যাই কমছে

সত্যিই কস কমছে?

সত্যিই কস কমছে?

মালের দাম কি কমছে?

এদেশে কী মালের দাম

ভাই বাড়া ছাড়া কমছে?

দূরও এমন একটা লাইট দিলেন

লাইটটা গেলো কাইটটা

আমার আবার এতো দূরে

আসা লাগলো হাইট্টা

তোমার লাইট তো কাইট্টা

মাইনষের টা যায় ফাইট্টা

ওরে ডেইট দিয়ে ঠেইট দিয়া

চেন্স কইরা দে লাইটটা

কিছু কিছু প্রোডাক্ট আচে

মায়ে বানায় পুতে বেচে

কোম্পানি গারাইয়েচে

দোকানদার পড়ে প্যাঁচে।

কাস্টমার বেশী বুঝে

নিজের দোষে পেলেট মুছে

প্রথমে আইয়াই জিগাই

প্রাইসের ভিতর সার্ভিস আছে

কীরে যৌবন লাল

দুই পাউন্ড রং দে লাল

তোর যে স্লিপ করুম?

মালিকরে কদ্দুর ভরুম?

আইজকা বেশী ভুরুম,

তোগো ভাই পেট না শোরুম?

ওগো তো খাইয়া অন্যাই

আর আমি না খাইয়াই ঘুরোম।

আরেকদিন আরেক হালায়

কিন্না নিচে রশি

রশি কিন্না যেই কাম করছে

রশি বেইচ্চা দোষি।

ব্যবসা হইলো টোপের খেলা

টোপের ভিতর বড়শি

দেড়শো টাকার ছাগল টানতে

দুইশো টাকার রশি

ব্যবসার যে পরিস্থিতি

মুরগি খুঁজি তিথি তিথি

আ আ তিথি তিথি

বাপ দাদার আমলের স্মৃতি

ধইরা রাখতে চাই

মাগার কেমনে ধরুম ভাই?

কন তো টুকুর টাকুর সদাই বেইচা

কয় টাকা কামাই

কন তো টুকুর টাকুর সদাই বেইচা

কয় টাকা কামাই

কন তো টুকুর টাকুর সদাই বেইচা

কয় টাকা কামাই

ব্যবসার যে পরিস্থিতি

নিজেই এখন তিথি তিথি

আ আ তিথি তিথি

বাপ দাদার আমলের স্মৃতি

ধইরা রাখতে চাই

মাগার কেমনে ধরুম ভাই?

কন তো টুকুর টাকুর সদাই বেইচা

কয় টাকা কামাই

কন তো টুকুর টাকুর সদাই বেইচা

কয় টাকা কামাই

কন তো টুকুর টাকুর সদাই বেইচা

কয় টাকা কামাই


Tuesday 5 July 2022

Ei Mon Tomake Dilam - Sabina Yasmin

এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম

এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম

তুমি চোখের আড়াল হও

কাছে কি'বা দূরে রও

মনে রেখো আমিও ছিলাম

এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম

বকুলের মালা শুকাবে

রেখে দিবো তার সুরভী

দিন গিয়ে রাতে লুকাবে

মুছো নাকো আমারি ছবি

আমি মিনতি করে গেলাম

তুমি চোখের আড়াল হও

কাছে কি'বা দূরে রও

মনে রেখো আমিও ছিলাম

এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম

ভালোবেসে আমি বারে বার

তোমারি ওই মনে হারাবো

এ জীবনে আমি যে তোমার

মরনেও তোমারি রবো

তুমি ভুলোনা আমার নাম

তুমি চোখের আড়াল হও

কাছে কি'বা দূরে রও

মনে রেখো আমিও ছিলাম

এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম

তুমি চোখের আড়াল হও

কাছে কি'বা দূরে রও

মনে রেখো আমিও ছিলাম

এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম



Album: Osru Diye Lekha | অশ্রু দিয়ে লেখা

Singer: Sabina Yasmin | সাবিনা ইয়াসমিন

Music: Labu Rahman

Label: Soundtek

Sunday 12 June 2022

কোন এক বাদলা দিনে

 কোন এক বাদলা দিনে

"হুসাইন নুর"


কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হবো
রাজি তুই থাকলে পরে প্রনয়ের কথা কবো
কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হবো
রাজি তুই থাকলে পরে প্রনয়ের কথা কবো
রাজি তুই থাকলে পরে প্রনয়ের কথা কবো

রিমঝিম বৃষ্টি ফুটায় দৃষ্টি রাখবো ধরে
কাজলে লেপটে যাবো দুচোখের মিষ্টি ঘোরে
রিমঝিম বৃষ্টি ফুটায় বৃষ্টি রাখবো ধরে
কাজলে লেপটে যাবো দুচোখের মিষ্টি ঘোরে
তুই যদি হোসরে আমার.....
তুই যদি হোসরে আমার আমি ঠিক তোরি হবো

রাজি তুই থাকলে পরে প্রনয়ের কথা কবো
রাজি তুই থাকলে পরে প্রনয়ের কথা কবো

দমকা বাতাস এলে আগলে রাখবো ঠিকি
আমি তুই হাত মিলিয়ে হাটবো চারি দিকি
দমকা বাতাস এলে আগলে রাখবো ঠিকি
আমি তুই হাত মিলিয়ে হাটবো চারি দিকি
শ্রাবণের অঝোর ধারায়.....
শ্রাবণের অঝোর ধারায় আমি রোজ তোরি রবো

রাজি তুই থাকলে পরে প্রনয়ের কথা কবো
রাজি তুই থাকলে পরে প্রনয়ের কথা কবো

আকাশের ধূম্রকালোয় যদি হাড়িয়ে যাস
জোড়া চোখ দেখিস খুলে আছি ঠিক তোরি পাশ
আকাশের ধূম্রকালোয় যদি হাড়িয়ে যাস
জোড়া চোখ দেখিস খুলে আছি ঠিক তোরি পাশ
মেঘেদের ভেলায় চড়ে.....
মেঘেদের ভেলায় চড়ে আমি তোর সাথেই যাবো

Saturday 21 March 2020

কিছু কিছু কথা - লড়াই

কিছু কিছু কথা বসে আছে ভিজে
মিছি মিছি ব্যাথা হয় নিজে নিজে
ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে
মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে

আকাশ যখন গাইবে বলে..
আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান
বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান,
অভিমান..
আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর
বাতাস তখন নিরব চিঠি পাঠায় বহুদুর,
বহুদুর..

কিছু কিছু ধুলো জমে আছে কাঁচে
ডাকনাম গুলো ভীষণই ছোঁয়াচে
মরে যাওয়া জমি ভিজে গেলে জলে
চারাগাছ গুলো কত কি যে বলে

তোমার এমনি আসাএমনি যাওয়া,
এমনি হাজার ছলসাজিয়েছো যেনো
তোমার এমনি খেলাখেয়াল খুশি,
করছে কোলাহলথামেনি এখনো

চুপি চুপি দেয়াল জুড়েআঁকছি কতো
মন কেমনের খাতা
চুপি চুপি জানতে গেলাম নিরুদ্দেশে
মায়ার চাদর পাতা..

.. কিছু কিছু কথা বসে আছে ভিজে
মিছি মিছি ব্যাথা হয় নিজে নিজে
ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে
মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে

আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান
বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান,
অভিমান..
আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর
বাতাস তখন নিরব চিঠি পাঠায় বহুদুর,
বহুদুর..